Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কাদলা ইউনিয়ন

জেলাঃ চাঁদপুর,

উপজেলাঃ  কচুয়া,

সীমানাঃ উত্তরে দাউদকান্দি উপজেলা , দক্ষিণে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা, পূর্বে বরুড়া ও চান্দিনা উপজেলা, পশ্চিমে মতলব (দঃ) উপেজলা। জেলা সদর হতে দূরত্ব ৩১.০০ কি:মি:

আয়তনঃ ২২.৯৭ বর্গ কি:মি: (৫৬৭৭একর)।

জনসংখ্যাঃ ৩২,০৮৪জন, পুরুষ ১৯১৬৮ জন (প্রায়) মহিলা ২০,৪৩০ জন (প্রায়)

মোট পরিবার(খানা) ৬৩৩১টি । 

গ্রাম ২০ টি, মৌজা ১৮ টি,

শিক্ষার হারঃ ৮০%

হাট-বাজার ০৪ টিঃ গুলবাহার, চৌমুহনী, রঘুনাথপুর, কাদলা।  

পোস্ট অফিস ০৪টি

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রঃ ০১টি, মনপুরা।

কমিউনিটি ক্লিনিকঃ ০৩টি, দোঘর, রঘুনাথপুর, মনপুরা।

বিজ্ঞানাগারঃ ০১টি, আশেক আলী খান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।

সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ১৯টি।

উচ্চ বিদ্যালয়ঃ ০৪টি।

মাদ্রাসাঃ ০৬টি।

উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানঃ রঘুনাথপুর বাজার শহীদ স্মৃতি সংসদ, রঘুনাথপুর।