উপর্যুক্ত বিষয়ের আলোকে আপনার সদয় অবগতির ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে, ৮নং কাদলা ইউনিয়নের ২০২০-২০২১ অর্থ বছরের গ্রামীণসস কাবিখা ১ম পর্যায়ের তালিকা দাখিল করা হলো।
ক্রমিক নং- প্রকল্পের নাম ওয়ার্ড নং টাকা
০১ গুলবাহার কচুয়া কাশিপুর রাস্তা হইতে কপিলউদ্দিন পন্ডিত বাড়ীর জামে মসজিদ পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ। ০৪ ৪,০৬,০০০/-
অক্টোবর/২০২০খ্রিঃ মাসের বিশেষ সভা
সভার স্থান ইউ.পি কার্যালয়
সময়: ১১:০০টা
সভার কার্য বিবরণীঃ
আলোচনা ও সিদ্ধান্তঃ
অদ্য উপারিবর্নিত স্থান তারিখ ইউ.পি চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম লালু এর সভাপতিত্ব গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা) এর ইউনিয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
১নং আলোচ্য সূচার সিদ্ধান্তঃ সভাপতি সাহেব উপস্থিত সদস্যগনকে স্বাগত জানিয়ে সভা আরম্ভ করেন এবং বিগত কার্য বিবরনী পাঠ করিয়া শুনান ইহাতে কাহারো কোন আপত্তি /সংশোধনীয় না থাকায় উহা সর্ব সম্মতি ক্রমে গৃহীত হইল।
২নং আলোচ্য সূচীর সিদ্ধান্তঃ সভাপতি মহোদ্বয়ের অনুমতিক্রমে সভায় ইউনিয়নের কমিটি সদস্য সচিব উপস্থিত সদস্যদেরকে জানান যে, উপজেলা নির্বাহী অফিসার কচুয়া-চাঁদপুর। মহোদ্বয়ের স্মারক নং-৫১.০১.১৩৫৮.০০০.১৪.০০১.২০-৪৯৯ তারিখঃ ০২-১১-২০২০খ্রি: মূলে গ্রামীন অবকাঠামো সংস্কার কাবিখা ২০২০-২০২১ অর্থ বছরের ১ম পর্যায়ের বরাদ্দ পাওয়া গিয়েছে। উক্ত বরাদ্দ দ্বারা প্রকল্প বাস্তবায়ন করা আবশ্যক। বর্নিত বিষয়ে সভাপতি সাহেব উপস্থিত সদস্যগনের সাথে ব্যাপক আলাপ আলোচনা করেন। আলোচনার প্রেক্ষিতে বিভিন্ন ওয়ার্ড থেকে গৃহিত প্রকল্প গুলো যাচাই-বাচাই করে নি¤েœাক্ত প্রকল্প বাস্তবায়নের জন্য তালিকা প্রস্তুত করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেরন করার সিদ্ধান্ত সর্বসম্মতি ক্রমে গৃহিত হয়।
গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) এবং গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন এর ইউনিয়ন কমিটিঃ
সভার তারিখ: ১৪/১০/২০২০
ক্রমিক নং- নাম পদবি বর্তমান পদবি স্বাক্ষর
০১ জনাব মোঃ রফিকুল ইসলাম লালু চেয়ারম্যান সভাপতি স্বাক্ষরিত
০২ জনাব মোঃ বোরহান উদ্দিন বাহার ইউ.পি সদস্য সদস্য ঐ
০৩ জনাব মোঃ আবুল হোসেন ইউ.পি সদস্য ঐ ঐ
০৪ জনাব মোঃ ওমর ফারুক ইউ.পি সদস্য ঐ ঐ
০৫ জনাব ক্বারী মোঃ আবুল কালাম ইউ.পি সদস্য ঐ ঐ
০৬ জনাব মোঃ আবুল কাশেম ইউ.পি সদস্য ঐ ঐ
০৭ জনাব মোঃ আলাউদ্দিন ইউ.পি সদস্য ঐ ঐ
০৮ জনাব মোঃ ওবায়েদ ইউ.পি সদস্য ঐ ঐ
০৯ জনাব মোঃ আবদুল জলিল ইউ.পি সদস্য ঐ ঐ
১০ জনাব মোঃ শাহ আলম ইউ.পি সদস্য ঐ ঐ
১১ জনাবা ভুলু বেগম মহিলা ইউ.পি সদস্য ঐ ঐ
১২ জনাবা রোকেয়া বেগম মহিলা ইউ.পি সদস্য ঐ ঐ
১৩ জনাবা ফাতেমা বেগম জো¯œা মহিলা ইউ.পি সদস্য ঐ ঐ
১৪ জনাব মোঃ বশির উল্যাহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ঐ ঐ
১৫ সামছল হক বি আর ডিবি ঐ ঐ
১৬ মোস্তফা কামাল শিক্ষক প্রতিনিধি ঐ ঐ
১৭ সাজুদা বেগম মহিলা প্রতিনিধি ঐ ঐ
১৮ জাহাঙ্গির আলম ইউ এন ও কর্তৃক মনোনিত গন্যমান্য ঐ ঐ
১৯ বোরহান উদ্দিন ইউ এন ও কর্তৃক মনোনিত গন্যমান্য ঐ ঐ
২০ অলিউল্যাহ মিয়াজী ইউ এন ও কর্তৃক মনোনিত গন্যমান্য ঐ ঐ
২১ জনাবা মোসাম্মৎ সেতারা আফরোজ সচিব, ইউনিয়ন পরিষদ সদস্য সচিব ঐ
১. বিগত সভার কার্যাবিবরনী পাঠান্তে অনুমোদন।
২. ২০২০-২০২১ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন টি. আর ১ম পর্য়ায়ের প্রকল্প গ্রহন ও অনুমোদন।
ক্রমিক নং- প্রকল্পের নাম ওয়ার্ড নং টাকা
০১ গুলবাহার কচুয়া কাশিপুর রাস্তা হইতে কপিলউদ্দিন পন্ডিত বাড়ীর জামে মসজিদ পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ। ০৪ ৪,০৬,০০০/-
অদ্য সভার আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করে।